বানারীপাড়া প্রতিনিধি::বরিশালের বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফোরকান আলী হাওলাদারকে শৃঙ্খলা ভঙ্গের কারনে সংগঠন থেকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সুমন হোসেন মোল্লার সভাপতিতে বানারীপাড়া উপজেলা ও পৌর ছাত্রলীগের এক জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। পৌর ছাত্রলীগের সাধারণ
সম্পাদক মো. সজল চৌধুরীর সঞ্চালনায় উক্ত সভায় বক্তৃতা করেণ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাতি মো. মমিনুল কবির মিঠুন, মেহেদি হাসান উজ্জ্বল, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহাগ, অপূর্ব দত্ত অপু, সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ, মাহাতাব ইসলাম মহসিন, সাগর আহমেদ সাজু, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন (রাসেল)। এসময় বক্তারা সর্বসম্মতিক্রমে এই
সিদ্ধান্তে উপনীত হয় বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান আলী হাওলাদারকে বারবার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা, নৌকার বিপক্ষে অবস্থান নেওয়া, জেলা ও উপজেলা আওয়ামীলীগের দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে ব্যক্তিস্বার্থ হাসিল করে ছাত্রলীগের ভাবমূর্তী ক্ষুন্ন করার কারনে বানারীপাড়া ছাত্রলীগ পরিবারকে পদে পদে বিব্রতকর অবস্থায় পরতে হচ্ছে। যে কারণে সংগঠন বিরোধী ছাত্রলীগের তকমা লাগানো বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের
সাধারণ সম্পাদক মোঃ ফোরকান আলী হাওলাদারকে উক্ত সভায় সংগঠন থেকে অবাঞ্চিত
ঘোষনা করা হয়েছে বলে বক্তারা জানান। এছাড়াও বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর উক্ত বিষয় তদন্ত পূর্বক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে উপজেলা ও পৌর ছাত্রলীগ নেতৃবৃন্দ।