সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন-হাজী আব্দুস শহীদ চেয়ারম্যান বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় এবং হিউম্যান ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন (এইচডিও) সিলেট’র ব্যবস্থাপনায় ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের গৌরীপুর, গোপাল, টুকেরগাঁও ও সদরের আংশিক এলাকা সমূহে সাম্প্রতিককালে বন্যায় ক্ষতিগ্রস্থদের বিনামূল্যে ঘর-বাড়ি মেরামত,
ভ্যানগাড়ি বিতরণ করা হয়। পরবর্তী পর্যায়ে গাভী বিতরণ করা হবে। গত ১৩ অক্টোবর বৃহস্পতিবার সিলেট সদরের সিটি কর্ণার এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মো. জিল্লুর রহমান, প্রধান অতিথি ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস শহীদ বলেন, সাম্প্রতিক বন্যায় সিলেট সদর ও তদ্সংলগ্ন এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের সহযোগিতা প্রদানে বাংলাদেশ এনজিও
ফাউন্ডেশনের এ উদ্যোগ অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুকেরবাজার ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য আব্দুল মালেক, সমাজকর্মী ও শিক্ষানুরাগী নুরুল ইসলাম, যুবনেতা দেলওয়ার হোসেন, এনজিও প্রতিনিধি হেলাল আহমদ। অনুষ্ঠান শেষে উপকারভোগীদের উপকরণ বিতরণ করা হয়। পরবর্তীতে আপ্যায়ন ও মোজানাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।