বানারীপাড়া প্রতিনিধি::বরিশালের বানারীপাড়ায় সম্পত্তির জেরে রাতের আধারে গাছ কর্তন ও খোলের বেড়ায় আগুন দেয়ার অভিযোগ পাওয়াগেছে।
ঘটনাটি ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সলিয়া বাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া গ্রামে ঘটেছে বলে জানা যায়।
অভিযোগ সুত্রে জানাগেছে ওই গ্রামের মোসলেম আলী হাওলাদার গংদের সাথে পাশ্ববর্তী মোঃ মিজানুর রহমান গংদের দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে মামলা চলে আসছে। বিরোধীয় ওই সম্পত্তিতে মোঃ মিজানুর রহমান গংদের রোপিত শতাধিক সুপারি, রেইন্ট্রী গাছের চারা মঙ্গলবার দিবাগত রাতের আধারে দুর্বৃত্তরা কর্তন করে ও সীমানা নমুনার বাঁশ খুটার বেড়া ভেঙ্গে ফেলে এবং একই রাতে মোসলেম আলী হাওলাদার গংদের রোপিত সুপারী ও রেইন্ট্রী গাছের চারা কর্তন সহ বসত বাড়ীর খোলের বেড়ায় আগুন দেয়। এ নিয়ে দু-পক্ষের পাল্টাপাল্টি
অভিযোগ রয়েছে। এদিকে মিজানুর রহমানের ভাই বিরোধীয় সম্পত্তির দলিলমূলে মালিক মোঃ শাহিন মিয়া (দলিল লেখক) গাছ কর্তনের অভিযোগে মোসলেম আলী হাওলাদারের ছেলে মোঃ শাহিনের দিকে আঙ্গুল তুলে বলেন ওই শাহিন আমার
মালিকানা সম্পত্তি নিয়ে বিভিন্ন সময়ে মিথ্যা ও হয়রানি মুলক অভিযোগ দায়ের করে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাতে আমাদের রোপিত সুপারী ও রেইন্ট্রী গাছের চারা ও সীমানা নমুনার বাঁশ খুটার বেড়া ভেঙ্গে ফেলে।