
মান্নারগাঁও ইউনিয়নে নিযুক্ত টিসিবির ডিলার ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কৃপা সিন্ধু রায় ভানুর বাসার পেছনে এসব খালি প্যাকেট পড়ে ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয়রা জানান, মান্নারগাঁও ইউনিয়নে সরকার নিযুক্ত টিসিবি ডিলার ভানু সরকার থেকে সরবরাহকৃত ন্যায্যমূল্যের প্যাকেটজাত পণ্য প্যাকেট থেকে খুলে অধিক মুনাফা লাভের জন্য খোলাবাজারে বিক্রি করে আসছেন।
এর আগে গত রমজানে মাসে পণ্য বিক্রির সময় প্রতিটি প্যাকেজে ২৫০ গ্রাম পণ্য কম দেয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। স্থানীয় ব্যবসায়ী আশরফ উদ্দিন তালুকদার বলেন, আমি বাজারে এসে লোকমুখে শুনে নদী তীরে গিয়ে দেখি টিসিবির ডালসহ বিভিন্ন পণ্যের শত শত প্যাকেট তীরে পড়ে আছে। স্থানীয় ডিলার এসব পণ্য প্যাকেট থেকে খুলে খোলাবাজারে বিক্রি করছেন বলে আমারা জানতে পেরেছি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি।
সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, সরকার সাধারণ ভোক্তাদের জন্য ডিলারের মাধ্যমে ন্যায্যমূল্যে বিভিন্ন পণ্য সরবরাহ করছে। কিন্তু দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ডিলার এসব পণ্য অধিক মুনাফা করতে খোলাবাজারে বিক্রি করছেন। পণ্য ওজনে কম দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগের ব্যাপারে মান্নারগাঁও ইউনিয়নে নিযুক্ত ডিলার কৃপা সিন্ধু রায় ভানু বলেন, ডালের প্যাকেট গুদাম থেকে নিয়ে আসার সময় কিছু কিছু প্যাকে ফেটে যায়।
এসব প্যাকেট থেকে ডাল খালি করে সাদা পলিথিনে করে ভোক্তাদের দেয়া হয়। খালি প্যাকেটগুলো নদীতে ফেলে দিয়েছি। মানুষ যে অভিযোগ করছে তা সঠিক নয়।রমজান মাসে ওজনে কম দেওয়ার ব্যাপারে তিনি বলেন, ডিসি স্যার তাঁর লোক দিয়ে প্যাকেট করেছেন। এসব প্যাকেটের কোনো কোনোটিতে পণ্য কম ছিল কোনোটিতে বেশি ছিল।
এ ব্যাপারে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা বলেন, এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। টিসিবির পণ্যে কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।