মৌলভীবাজার প্রতিনিধি::সিলেট রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি(এএন্ডএফ) নাবিলা জাফরিন রীনা মৌলভীবাজার জেলার সদর সার্কেল অফিস দ্বিবার্ষিক পরিদর্শন করেন।
আজ(২৬ অক্টোবর) সকাল ১১টায় অ্যাডিশনাল ডিআইজি নাবিলা জাফরিন রীনা সদর সার্কেল অফিসে পৌঁছালে মৌলভীবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান ফুল দিয়ে উনাকে শুভেচ্ছা জানান।
পরে জেলা পুলিশের একটি চৌকস দল অ্যাডিশনাল ডিআইজিকে সালামি প্রদান করেন।
সালাম গ্রহন শেষে তিনি সদর সার্কেল অফিস ঘুরে দেখেন এবং বিভিন্ন দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
অ্যাডিশনাল ডিআইজি মৌলভীবাজার জেলার পুলিশ সুপার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। তিনি স্মৃতি স্বরূপ সার্কেল অফিস প্রাঙ্গণে একটি ফুল গাছের চারা রোপন করেন।