সিলেটপোস্ট ডেস্ক::১৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ১৮নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
শনিবার (২৯ অক্টোবর) এক শোক বার্তায় ১৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাজুওয়ান আহমদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আলকাছ ও যুগ্ম সম্পাদক আব্দুল মুকিত বলেন, মঞ্জুর হোসেন আওয়ামীলীগের একজন নিবেদিত প্রাণ ছিলেন। তিনি দেশে থাকাকালীন অবস্থায় সিলেটের আওয়ামীলীগের দুঃসময়ে অনেক অবদান রেখেছেন। তার মৃত্যুতে আমরা একজন অভিভাবক হারালাম। পাশাপাশি নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন বাংলাদেশ সময় সকাল ৬টায় নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি