ওসমানীনগর প্রতিনিধি::ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি নৌকা প্রতিক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতিক নিয়ে তিনি ভোট পেয়েছেন ২৮৯৯৬ টি। তার নিকটতম প্রতিদ্বন্দি সতন্ত্র মোড়কে বিএনপি কামরুল ইসলাম ঘোড়া প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ১৪৬১৬
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া টিয়া প্রতিক নিয়ে ১৫৯৩৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিলদার আলী তালা প্রতিক নিয়ে ১১১০৮টি ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাহানারা বেগম কলস প্রতিক নিয়ে ২৩৪৫৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মুসলিমা আক্তার সেলাই মেশিন প্রতিক নিয়ে ১৪৭৬৭ ভোট পেয়েছেন।