সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (প্রধানমন্ত্রীর কার্যালয়)পরিচালক (উপসচিব) জুলিয়া যেসমিন মিলি বলেছেন, ‘নারীদের বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়। নানাবিধ বাধা পেরিয়ে নারী লেখিকা এবং নারী সাংবাদিকরা যেভাবে কাজ করে যাচ্ছেন এতে
দেশ ও সমাজ উপকৃত হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘উন্নত বাংলাদেশ বিনির্মাণে নারী-পুরুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নারীদের বঞ্চিত রেখে উন্নত সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়।’
গতকাল বৃহস্পতিবার (৩ নভেম্বর) সিলেট লেখিকা সংঘের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লেখিকা সংঘের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সিলেটের ৫ জন নারী সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখিকা সংঘের সভাপতি রওশন আরা চৌধুরী।
সংঘের সাধারণ সম্পাদক হোসনে আরা কলির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট লেখিকা সংঘের সহ-সভাপতি রওশান জাহান
চৌধুরী, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সিলেট বিভাগীয় সভাপতি বিলকিস আক্তার সুমি, সহ-সভাপতি সুমা জায়গীরদার,সাধারণ সম্পাদক মনিকা ইসলাম, দফতর সম্পাদক মাসুদা সিদ্দিকা
রুহি, কোষাধ্যক্ষ ফাতেমা সুলতানা অন্যা, সিলেট লেখিকা সংঘের সদস্য শামীমা আক্তার ঝিনু, সুরাইয়া পারভীন লিলি প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট বিভাগীয় নারী সাংবাদিক কেন্দ্রের সদস্য তাসফিয়াহ হক, সিলেট লেখিকা সংঘের সদস্য কাউছার আরা বেগম, সেলিনা আক্তার, ফারহানা চৌধুরী, অনিতা
রাণী দাস, সেনুয়ারা আক্তার চিনু প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি জুলিয়া যেসমিন মিলি সংবর্ধিত রওশন জাহান চৌধুরী জেসমিন, বিলকিস আক্তার সুমি, সুমা জায়গীরদার,মনিকা ইসলাম, মাসুদা সিদ্দিকা রুহি ও ফাতেমা সুলতানা অন্যার
হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।