
স্থানীয় গণমাধ্যমকর্মীরা তাকে সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। বাম পায়ে আঘাত পাওয়ায় হাসপাতালে কর্মরত চিকিৎসক দ্রুত এক্সরে করাতে বলেন। এক্সরের রিপোর্টে দেখা যায় বাম পা ভেঙ্গে গেছে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৈকত দাস জানান, মো: আব্দুস সালাম গুরুতর আহত হয়েছেন। তার বাম পায়ের হাড় ভেঙ্গে গেছে। এক্সরের রিপোর্ট অনযায়ী প্লাস্টার করে যাবতীয় ঔষুধ লিখে দিয়েছি। এক মাস পর তিনি স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারবেন।