বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি::
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, গত মঙ্গলবার রাতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই আবু বকর গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের সি.আর মামলার পলাতক আসামী সাজু মিয়ার পুত্র রিপন মিয়া (৪০), রাধাপুর গ্রামের সি.আর মামলার আসামী এলাউর মিয়া (৫০), রাহেলা বেগম (৪০), ও ইনাতগঞ্জ ইউনিয়নের রমজানপুর গ্রামের জি.আর মামলার আসামী আব্দুল আজিজ (৪২), উমরপুর গ্রামের কাজী আব্দুল খালিক (৫২) সহ ৫জনকে গ্রেফতার করে আজ হবিগঞ্জ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।
এ ব্যাপারে, এস.আই আবু বকর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।