
বুধবার (৯ অক্টোবর) সকাল ১১ঘটিকায় মাদ্রাসা মাঠে বোগলাবাজার ইউপি চেয়ারম্যান ও পেস্কারগাও ইসলামীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ মিলন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন লক্ষীপুর ও সুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মাষ্টার, বোগলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমেদ আলী আপন, ঝিগলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আবু বকর সিদ্দিক, ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ ভুইয়া,মিজানুর রহমান উজ্জ্বল,ওমর গনি,জেসমিন আক্তার,ফাহিদা আক্তার,রৌশনারা আক্তার ময়না, প্রক্তন ছাত্র আল আমিন, স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আবু ইউসুফ মোঃতোহা,বিদায়ী শিক্ষক মৌলভী আবুল কাশেম অত্র মাদ্রাসার শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবক মায়েরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। বর্তমানে জঙ্গীবাদ,সন্ত্রাসবাদ,মাদকাসক্ তিসহ নানা সামাজিক অপরাধ থেকে যুবসমাজকে বাঁচাতে হলে প্রয়োজন নৈতিক শিক্ষার।আর নৈতিক শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র হল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা।এজন্য মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
অনুষ্ঠান শেষে প্রত্যেক ক্লাসের প্রথম স্থান অধিকারী ছাত্রছাত্রী ও সফল ১০ জন মায়েদের ক্রেস্ট এবং বিদায়ী শিক্ষক মৌলভী আবুল কাশেমকে ক্রেস্ট, উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।