সিলেটপোস্ট ডেস্ক::বিশ্ব শান্তি ও মানবকল্যাণ কামনায় বার্ষিক অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী নাম
ও লীলা সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই মহোৎসব সিলেট নগরের বাগবাড়ির শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- আগামী ১১ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় শ্রীমদ্ভাগবত পাঠ; পরিবেশনায় শ্রীশ্রী মহাপ্রভুর আখড়া ছাতক সুনামগঞ্জের অধ্যক্ষ শ্রীযুক্ত হিমাদ্রী গোস্বামী (মহর), রাত ৮টায় মঙ্গলঘট স্থাপন। পরিচালনায় শ্রীশ্রী মহাপ্রভুর আখড়া বাগবাড়ির শ্রীযুক্ত প্রেমানন্দ দাস বৈষ্ণব, কমলিনী বৈষ্ণবী, নয়নমনি বৈষ্ণবী ও শচীনন্দন বৈষ্ণব। রাত ৯টায় শুভ অধিবাস; পরিবেশনায় শ্রীযুক্ত হরিভক্ত দাস,দিরাই, সুনামগঞ্জ। পরদিন ১২ নভেম্বর শনিবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্ত্তন শুরু হবে। এদিন দুপুর ১টায় ভোগারতি দর্শন, বেলা ২টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে। নাম ও লীলা
সংকীর্ত্তন মহোৎসব সার্বিকভাবে তত্ত¡াবধানে রয়েছেন শ্রীশ্রী মহাপ্রভুর আখড়া দেওলগ্রাম বিয়ানীবাজার সিলেটের অধ্যক্ষা শ্রীমতি শ্যামলী দাসী ভান্ডারী ও সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ।
হরিনাম সুধা বিতরণ করবেন-শ্রীযুক্ত হরিভক্ত দাস, শ্রীমতি শতরূপা হালদার, শ্রীযুক্ত গোপাল দত্ত সঞ্জু, শ্রীযুক্ত মুক্তপদ দাস ও শ্রীমতি রত্নারানী তালুকদার।
১৩ নভেম্বর রবিবার সকাল ৯টায় দধিভাÐ ভঞ্জন ও কীর্ত্তন সমাপন। নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসবে সর্বস্তরের গৌর ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য
সিলেট নগরের বাগবাড়ির শ্রীশ্রী মহাপ্রভুর আখড়া পরিচালনা কমিটির সভাপতি অরবিন্দ দেব (মিলন) ও সাধারণ সম্পাদক বিধান কপালী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।-বিজ্ঞপ্তি