সিলেটপোস্ট ডেস্ক::সিলেট মহানগরীর অন্তর্ভূক্ত ৩নং ওয়ার্ডে বিএনপির সম্মেলন ও কাউন্সিলে দোয়া চাইলেন ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সভাপতি পদপ্রার্থী মো. নজরুল ইসলাম।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি জানান, জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তিনি মানুষের অধিকার রক্ষায় গণতন্ত্র প্রতিষ্ঠান করেছেন। বর্তমানে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের গণজোয়ার সৃষ্টি হয়েছে। তাই ৩নং ওয়ার্ডের বিএনপিকে শক্তিশালী করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আগামী ১২ নভেম্বর সিলেট নগরীর কাজলশাহ দিঘীরপাড়ের সম্মেলন ও কাউন্সিলে আমাকে সভাপতি হিসেবে মনোনীত করলে আপনাদের সাথে নিয়ে রাজপথে কাজ করতে চাই। পাশাপাশি তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করেন। বিজ্ঞপ্তি