সিলেটপোস্ট ডেস্ক::সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১৯ নভেম্বর শনিবার বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে নগরীর মধুশহীদ, রিকাবীবাজার, ভাতালিয়া সহ বিভিন্ন এলাকায় প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে। (১০ নভেম্বর) বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ শুরু করা হয়।
প্রচার মিছিল ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রাট হোসেন।
মহানগর যুবদলের সাবেক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আনোয়াার হোসেন মানিক, তোফাজ্জল হোসেন বেলাল, সোহেল মাহমুদ, নজরুল ইসলাম, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জামিল আহমদ, নাসির উদ্দিন রহিম। এছাড়াও ২৭টি ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কমিটির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি