ওসমানীনগর প্রতিনিধি::সংক্ষিপ্ত সফরে অস্ট্রলিয়া গমনের উদ্যেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শিপন আহমদ। শুক্রবার দিনগত রাত ১ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। সাংবাদিক শিপন আহমদ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি দৈনিক ইত্তেফাক, দৈনিক সবুজ সিলেট ও এনটিভিতে কর্মরত রয়েছেন। অস্ট্রেলিয়া সফর কালে তিনি প্রবাসী বাঙ্গালী কমিউনিটি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় ও একাধিক সামাজিক অনুষ্ঠানে অংশ গ্রহন করবেন।
সময় সল্পতার কারণে অনেকে আত্মাীয় স্বজন বন্ধু-বান্ধব ও সহকর্মীদের সাথে দেখা না করতে পারায় তিনি দুঃখ প্রকাশ করেছেন।