
সুনামগঞ্জের দোয়ারাবাজারে শুক্রবার রাতে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক আব্দুর রশিদ(৩৫) উপজেলার সুরমা ইউপির গিরিশ নগর গ্রামের সুরুজ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই এনামুল হক মিঠুর নেতৃত্বে উপজেলার টেংরাবাজার পাশে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও ক্রেতা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে আব্দুর রশিদকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেব দুলাল ধর বিষয় টি নিশ্চিত করেন।
পঠিত : 49