
সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক এমএ রাজ্জাক, শওকত হাসান, রাহাত হাসান মুন্না, মনিরাজ শাহ, শংকর চন্দ, সাকিল হাসান, উজ্জল, সাগর খান সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। নবাগত উপজেলা নির্বাহী অফিসার সু্প্রভাত চাকমা বলেন, তাহিরপুরে অবস্থিত বিভিন্ন দর্শনীয় স্থানের কারনে এ উপজেলা দেশব্যাপী বিখ্যাত।এ উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি।
সরকারি নিয়ম-নীতির মধ্যে তাহিরপুরে ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
আমার উপজেলায় দেশের প্রচলিত আইনের বিরোধী কোন কাজে ছাড় দেয়া হবেনা। বিশেষ করে মাদক, ফসলি জমির বাঁধ নির্মান, বাল্যবিবাহ, দ্রব্যমুল্যর সিন্ডিকেট ইত্যাদি বিষয়ে জিরো টলারেন্সে অবস্থান করা হবে। তিনি আরো বলেন, কোথাও অপরাধ হচ্ছে এমন তথ্য পেলে অবশ্যই ব্যবস্থা নেব। তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ জানান।
পঠিত : 51