নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি::রাস্তার পাশের অর্থশতাধীক গাছ কাটা নিয়ে পারকুল গ্রামে চলাছে মূখরোচক সমালোচনার ঝড়।
জানাযায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামের লন্ডন প্রবাসী হাজী মছদ্দর আলী গংরা সোমবার (১৪ নভেম্বর) সকালে তারা কেটে ফেলে। এখবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ইউপি সদস্য সহ এলাকার লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করলে নির্বাহী কর্মকর্তা সাথে সাথে ইনাতগঞ্জ ভূমি অফিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন।
এ ব্যাপারে হাজী মছদ্দর আলীর সাথে কথা হলে তিনি জানান, এ গাছগুলো আমার। এবং জায়গাও আমার। তাই আমি গাছ কেটেছি।
এ ব্যাপারে ইনাতগঞ্জ ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা অরুন চন্দ্র পালের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। গাছ কর্তনের সত্যতা পেয়েছি। তবে, গাছ গুলো সরকারী জায়গায় কি না তা তদন্ত করে বের করতে হবে।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়টি আমি শুনেছি। এবং ঘটনাস্থলে আমার লোকজনও পাটিয়েছি। এ ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।