বানারীপাড়া প্রতিনিধি::বরিশালের বানারীপাড়ায় চাচা শ্বশুরের সম্পত্তি জোরকরে নিজেদের নামে লিখে নিতে চায় ৮ জামাতা! এমন চাঞ্চল্যকর ঘটনার একটি অভিযোগ করেছে স্বামীহারা
অসহায় একটি পরিবার। ঘটনাটি উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের নলেশ্রী গ্রামের।
অভিযোগের ব্যাপারে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতাও পাওয়া যায়। এ ঘটনায় ১৬ নভেম্বর রাতে বানারীপাড়া থানায় ৮ জামাতার প্রধান মোঃ
ফারুক সহ আরও কয়েকজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন অসহায় আলেয়া বেগম। এ বিষয়ে আলেয়া বলেন আনুমানিক ২০ বছর পূর্বে নলেশ্রী এলাকায় তার স্বামীর পৈত্রিক ভিটা নদী ভাঙনে বিলিন হলে আলেয়ার ভাসূর জমিজমা হারিয়ে নিঃশ্ব হয়ে পরে। এসময় আলেয়ার স্বামী রফিকুল ইসলাম তার ভাই মৃত মোহম্মদ মোল্লার পরিবারের সদস্যদেরকে নলশ্রী মসজিদ সংলগ্ন রফিকের ক্রয়কৃত বসত বাড়িতে আশ্রয় দেয়। আলেয়া বেগম জানান তার ভাসুর মৃত মোহম্মদ মোল্লার স্ত্রী শ্রীমন বেগম ও তার ৮ মেয়েদের ভরনপোষন করতেন তার স্বামী মোঃ
রফিক। এ ছাড়াও ওই ৮ মেয়েদের বিবাহও দেন চাচা রফিক। তিনি আরও জানান বাড়ির মালিক রফিকুল ইসলাম স্ত্রী ও ১ ছেলে,১মেয়ে রেখে ২০০৬ সনে মৃত্যুবরন করলে নেমে আশে আলেয়া বেগমের পরিবারে অশান্তির ছায়া। এর পর থেকেই আলেয়ার ভাসুরের মেয়ে জামাতারা বাড়ির যায়গার অর্ধেকটা তাদের নামে লিখে দিতে হবে বলে বিভিন্ন সময় আলেয়া ও তার ছেলে মেয়েদের ভয়ভীতি প্রদর্শন করে।
এ বিষয়ে প্রধান অভিযুক্ত ফারুকের সাথে কথা বলতে তার বাড়িতে গেলে সংবাদ কর্মীদের
উপস্থিতি টের পেয়ে সে বাড়ি থেকে সরে গাঢাকা দিলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। অভিযোগের প্রেক্ষিতে ১৭ নভেম্বর বিকেলে বানারীপাড়া থানা পুলিশের একটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।