
শনিবার (১৯ নভেম্বর) বিকালে তাদের আটক করে জুয়া খেলার অপরাধে ওই ৬ জুয়ারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে আদালত বসিয়ে ১ মাসের কারাদণ্ড ও প্রত্যেককে একশত টাকা জরিমানা দিয়ে জেলহাজতে পাঠান।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার মান্নারগাওঁ ইউনিয়নের আমবাড়ী গ্রামের শানুর আলীর ছেলে শাহজান (৩১) একই গ্রামেন আজাদ মিয়ার ছেলে সুজন(২৫) ও কানাই মন্ডলের ছেলে অন্তর (২৪), ব্রাহ্মণগাওঁ গ্রামের ময়না দাশের ছেলে মধুদাস (২৬),আইমিয়াগাওঁ গ্রামের তাজ উদ্দিনের ছেলে মনোয়ার হোসেন(২৪) ও রঙ্গারচর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নজির(৩৫)।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)দেব দুলাল ধর বিষয়টি নিশ্চিত করে বলেন আসামিদের বিকালে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।