সংবাদ শিরোনাম
নগরভবনের ছাদ থেকে পাইপ পড়ে সেনাসদস্য নিহত  » «   সিলেট সিটি নির্বাচন::প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন  » «   সিলেট সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দের পর পরই আনুষ্ঠানিক প্রচার প্রচারণায় নেমেছেন প্রার্থীরা  » «   শাল্লার হবিবপুর গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু  » «   সিলেটে গণপূর্তের উপ সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা  » «   কমলগঞ্জের শমসেরনগরে এসএসসি পরীক্ষার্থী ছুরিকাঘাতে আহত  » «   এরাবরাক নদীর উপর সেতু উদ্ধোধন-হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার কয়েক লক্ষ মানুষের স্বপ্ন পূরণ হলো  » «   সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে কৃষকের মৃত্যু  » «   ওসমানীনগরের সাজুর লাশ দেশে আসছে রবিবারে  » «   যাদুকাটা নদীতে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট অভিযোগ  » «   মামলার বিচার নিষ্পত্তিতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : সিনিয়র জেলা ও দায়রা জজ  » «   জৈন্তাপুরে চারিকাটায় “দি মেঘালয় চা-বাগানের” লীজ বাতিল করে স্থানীয় ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তের দাবী জানিয়ে মানববন্ধন   » «   জৈন্তাপুরে দীর্ঘ ৩৫ বছর পর প্রশাসনের সহযোগিতায় মসজিদের জায়গার সীমানা নিয়ে বিরোধ নিষ্পত্তি  » «   সিসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরিফুল হক চৌধুরী   » «   পর পুরুষের সাথে স্ত্রীর যুক্তরাজ্য যাওয়ার খবরে পর্তুগালে স্বামীর আত্মহত্যা  » «  

যুক্তরাজ্য যুবলীগ নেতা সৈয়দ কামরানকে সিলেট মহানগর যুবলীগের সংবর্ধনা প্রদান

সিলেটপোস্ট ডেস্ক::যুক্তরাজ্য সান্ডারল্যান্ড শাখা যুবলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ কামরান হোসেনকে সিলেট মহানগর যুবলীগের পক্ষথেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। (১৯ নভেম্বর) শনিবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে এই সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, ‘প্রবাসে অবস্থান করেও মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন করছেন সৈয়দ কামরান হোসেন, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করে যাচ্ছেন, প্রবাসী এই যুবলীগ নেতা দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে যাচ্ছেন, প্রবাসে রাষ্ট্র নায়ক শেখা হাসিনার হাতকে ও যুবলীগকে শক্তিশালী করতে সৈয়দ কামরান হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এজন্য আমরা সিলেট মহানগর যুবলীগের পক্ষথেকে তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, সৈয়দ কামরান হোসেন একজন পরিক্ষিত মুজিব সৈনিক জীবন জিবীকার তাগিদে  প্রবাসে থেকেও তিনি যেভাবে দেশ ও দলের জন্য কাজ করে যাচ্ছেন তা অত্যান্ত প্রশংসনীয়, তিনি বলেন সৈয়দ কামরান হোসেন দেশ ও দলের জন্য  সর্বদা কটোর পরিশ্রম করে যাচ্ছেন, তার এই ত্যাগ ও পরিশ্র আমাদের অনুপ্রেরণা দেবে। আমরা তাহার  সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।

সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য যুবলীগ নেতা সৈয়দ কামরান হোসেন তার বক্তব্যে প্রথমেই সিলেট মহানগর যুবলীগকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আজকে সিলেট মহানগর যুবলীগ আমার মতো ক্ষুদে একজন কর্মীকে যে ভাবে সম্মান ও ভালোবাসা দিয়েছে তা আমার কাছে সত্যি আনন্দের ও গর্বের, তিনি বলেন আমরা যে যেখানেই থাকি আমরা সবসময় দেশ ও জনগনের কল্যাণে কাজ করতে হবে, এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করতে হবে।
সিলেট মহানগর যুবলীগ নেতা এর সভাপতিত্বে ও মহানগর যুবলীগ নেতা সুবেদুর রহমান মুন্নার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো  বক্তব্য  রাখেন, ফয়ছল আজাদ খান, আমিনুল ইসলাম সোহেল, ফারুকুল ইসলাম ফারুক, মুছাদ্দেক নবী, সাকারিয়া হোসেন শাকির, জিয়াউল হক জিয়া, এড, জহিরুল ইসলাম রিপন, রুহুল আমিন, নাজমুল ইসলাম চৌধুরী, এড রাশেদ কামালি, আবির হাসান রানা, শেখ রেজাউল করিম হাসান, আল মুমিন, ইব্রাহিম আহিমদ জেসি, মাসুক আহমদ, সাদিকুর রহমান সোহাগ, সুমন মনসুর, অমিত জিত, সুলতান আহমদ, অমিতাব, সাজু আহমদ, মোবারক আহমদ, আংশু, মিঠুন, ভক্ত, জীবন আহমদ, সাকিল আহমদ প্রমুখ। এসময় সিলেট মহানগর যুবলীগের অন্তভূক্ত ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ মহানগর যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.