সিলেটপোস্ট ডেস্ক::দেশের উত্তর-পূর্বের সীমান্ত উপজেলা সিলেটের জকিগঞ্জ। মহান মুক্তিযুদ্ধের সময় ভারতের সীমান্ত ঘেঁষা এ উপজেলাকে পাক হানাদার মুক্ত করা হয় ২১ নভেম্বর। ভারতীয় মিত্র বাহিনীর সহযোগিতায় মুক্তিযোদ্ধারা সারাদেশের আগে জকিগঞ্জকে শত্রু মুক্ত করে লাল সবুজের পতাকা উড়িয়ে বিজয় উৎসব উদযাপন করেন।
কিন্তু আজও দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে স্বীকৃতি পায়নি জকিগঞ্জ উপজেলা। যারজন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে জকিগঞ্জের নানা সংগঠন।
দাবিটি বাস্তবায়নের অন্যতম সংগঠন জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে গতকাল রবিবার (২০ নভেম্বর) লন্ডনে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল পতাকা উত্তোলন, র্যা লি ও আলোচনা সভা।
রবিবার বাদ যোহর বাঙ্গালি অধ্যুষিত লন্ডনের আলতাব আলী পার্কে পতাকা উত্তোলন, পার্ক থেকে র্যা।লি বের হয়ে ব্রিকলেন ঘুরে মাইক্রোবিজনেস সেন্টারে গিয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এসব কর্মসূচিতে একাত্মতা পোষন করেন লন্ডনে অবস্থানরত বীর মুক্তিযোদ্ধা, প্রবাসী আলী নগর ইউনিয়ন সমিতি ইউকে সহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের সভাপতি, কাউন্সিলর শেরওয়ান চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালানায় এতে কো-অর্ডিনেট করেন সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা কামাল এমসি রহমান এবং ট্রেজারার গোলাম মরতুজা চৌধুরী ইকবাল।
অনুষ্টানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস এর স্পিকার শাফি আহমদ, বারকিং এর মেয়র ফারুক আহমদ চৌধুরী, টাওয়ার হ্যামলেটস’র লেবার লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম,সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর অহিদ আহমদ, ডেপুটি হাই কমিশনার এ এফ এম জাহিদুল ইসলাম,সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ, কাউন্সিলর সাবিনা খান, কাউন্সিলর লিলু আহমদ্ কাউন্সিলর সাবিয়া কামালি, মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, সাবেক ডেপুটি স্পিকার আব্দুল মুকিত চুনু এমবিই, সাবেক কাউন্সিলর সাদ আহমদ, বীর মুক্তিযোদ্ধা খলিল কাজী ওবিই, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুশ্তাবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হিমাংশু গোস্বামী, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, সিরামিশি ওয়েলফেয়ারের সাধারন সম্পাদক আঙ্গুর মিয়া, এটিএন বাংলা ইউকের সিলেট বিভাগীয় প্রধান শাফি ইসলাম, আলিনগর সমিতির ভারপারপ্ত সভাপতি আতিক চৌধুরী সাধারণ সম্পাদক
আব্বাসুজ্জামান, আবুল কাশেম।
এছাড়া এসোসিয়েশন এর নেতাদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা বদরুল হক চৌধুরী, সিনিয়র সহসভাপতি শাহাদত হোসেন চৌধুরী ফেরদৌছ, সহ সভাপতি সৈয়দ মতলুব রেজা, মোহাম্মদ হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, সহ সাধারণ সম্পাদক ফজলে চৌধুরী একলিম, জয়নাল আবেদীন, আবু সাঈদ চৌধুরী শাকিল, সহ কাজী এম ইমদাদুল ইসলাম, সহ কোষাধক্ষ্য মইণ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদ আহমদ, কামাল উদ্দিন, তারেকুর রহমান তুহিন, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, সহ প্রচার
সম্পাদক আব্দুল গফফার, সমাজ কল্যাণ সম্পাদক ময়নুল হক চৌধুরী, সহ সমাজ কল্যাণ সম্পাদক শাহান আহমদ চৌধুরী, ক্রিড়া সম্পাদক গুলজার আহমদ, ত্রাণ সম্পাদক আশরাফুল ইসলাম, কার্যকরি সদস্য কাজী মাওলানা আব্দুর রহমান, এ কে আজাদ তাপাদার লিটু প্রমুখ।