বালাগঞ্জ প্রতিনিধি::বালাগঞ্জ উপজেলা সদরে অবস্থিত হজরত শাহজালাল রহঃ লতিফিয়া মাদরাসায় দুটি স্পিকার প্রদান করেছেন ওসমানীনগর উপজেলার ইর্শ্বাদ-সুফিয়া ও ইসমাইল-স্বপ্না কল্যাণ ট্টাষ্টের প্রতিষ্টাতা সভাপতি মোঃ ইসমাইল আলী তেজাব। গতকাল স্পিকার গুলো গ্রহন করেন মাদরাসা পরিচালনা কমিটির সেক্রেটারি মাওলানা হাফিজ জহি আহমদ চৌধুরী, হিফয বিভাগের শিক্ষক হাফিজ আনসার আহমদ, বালাগঞ্জ ইমাম সমিতির প্রচার সম্পাদক হাফিজ সাইদুল ইসলাম, শিক্ষক হাফিজ হাসান আহমদ প্রমুখ।
হাফিজ ইমন আহমদ বলেন এই দানকে মহান আল্লাহ যেন নাজাতের উসিলা করেন, দাতা ও তাহার ট্রাস্টের উন্নতি কামনা করি। যেন সব সময় সমাজের উপকারে কাজে আসে।