সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরে নারী ও কিশোরীদের সহিংসতা বন্ধে বিআরডিএস’র মানববন্ধন
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২৬, ২০২২ | ৯:২৩ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধ::আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২২ উপলক্ষ্যে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিআরডিএস’র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলার ধনপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নারী নেত্রী ও বিআরডিএস এর সভাপতি জান্নাত মরিয়মের সভাপতিত্বে ও ব্র্যাক কর্মী স্বপ্না আক্তারের সঞ্চালনয় মানববন্ধনে বক্তব্য রাখেন-সুশীল সমাজের প্রতিনিধি মো: মমিনুল ইসলাম মানিক, বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উদিচীর সাংগঠনিক সম্পাদক শফিকুল হাসান, বিআরডিএস এর সাধারন সম্পাদক সামসুন্নাহার, নির্বাহী সদস্য সাবানা আক্তার, মো: রইছ মিয়া, মোছা: সালেহা খানম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, নারী, শিশু ও কিশোরীদের প্রতি সহিংসতা বন্ধে সমাজের প্রতিটি নাগরিককে সক্রিয় হতে হবে। কারণ নারীরাও মানুষ। নারীদের সম্মান ও মূল্যায়ন করা না হলে সমাজ ও দেশের উন্নতি সম্ভব হবে না। দেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলগুলোরও নেতৃত্ব দিচ্ছেন নারীরা।
পঠিত : 44
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন