
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লক্ষীপুর ও সুরমা ইউনিয়নের চেয়ারম্যান শাহজান মাষ্টার,সাবেক উপজেলা মুক্তিযুদ্ধার কমান্ডার সফর আলী,লক্ষীপুর ইউনিয়ন আ”লীগের সভাপতি শফিকুল ইসলাম রতন,
আলহাজ্ব খলিলুর রহমান, হারুণ মিয়া,বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মূর্শেদ, ইউপি সদস্য ওমর গনি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সারা বিশ্বের উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ অগ্রগামী দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রায় যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের মেধাকে পুরোপুরি কাজে লাগাতে মাদকমুক্ত যুব সমাজ চাই। মাদকমুক্ত থাকার পাশাপাশি অন্যদের মাদকমুক্ত থাকতে উদ্বুদ্ধ করতে হবে। তবেই দেশের উন্নয়ন হবে টেকসই।