সিলেটপোস্ট ডেস্ক:;গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) সকালে টুঙ্গিপাড়া পৌঁছে সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সভাপতি, যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের সুহিত পুর গ্রামের কৃতি সস্তান বিকাম এ ব্যারিস্টার এডভোকেট মো. মতিউর রহমান নানুর নেতৃত্বে জাতির পিতার সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন ছাতক-দোয়ারা বাজার এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।