দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি::অধিক সংখ্যক মামলা নিস্পত্তি ও গ্রেফতারী পরোয়ানা তামিল করে আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ অবদান রাখায় সিলেট রেঞ্জের ৪জেলার ৩৯টি থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি) মো:বদরুল হাসান।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার),পিপিএম এর কাছ থেকে শ্রেষ্ঠ ওসি হিসেবে এ পুরষ্কার গ্রহণ করেন মো:বদরুল হাসান।
এ সময় সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সহ অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার),পিপিএম এর সভাপতিত্বে সিলেট রেঞ্জাধীন জেলা পুলিশের কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত এক মাসিক সভা অনুষ্ঠিত হয়। সেই মাসিক সভায় জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৩ খ্রি. পর্যন্ত সিলেট রেঞ্জের সকল থানার আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা মূল্যায়নের উপর এই পুরুস্কার প্রদান করা হয়।
এ বিষয়ে ওসি বদরুল হাসান বলেন, আমি সব সময় প্রত্যাশা জনগণের নিরাপত্তা প্রদানের স্বার্থে সার্বক্ষণিক দায়িত্বশীল থাকা।দোয়ারাবাজার বাসী আমাকে আমার কাজে নানা রকম সহযোগিতা করায় আমি এ পুরস্কার অর্জন করতে পেরেছি। কাজের স্বীকৃতি স্বরুপ আমাকে শ্রেষ্ঠ নির্বাচিত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।দোয়ারাবাজার থানা এলাকার অপরাধ নির্মূলে সবার সহযোগিতা কামনা করে এ কর্মকর্তা আগামী দিনগুলোতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চান বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, ওসি মো. বদরুল হাসান দোয়ারাবাজার থানায় যোগদানের তিন মাসে আইন-শৃঙ্খলা, অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা ও বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠত্বের সম্মাননাপত্র দেয়া হয়।
পঠিত : 67