সিলেটপোস্ট ডেস্ক::ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতার নিন্দা জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল। এক বিবৃতিতে তিনি বৃহত্তর লালাবাজার এলাকার সবাইকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহবান জানিয়েছেন।
তিনি এক বিবৃতিতে বলেন, লালাবাজার এলাকার মানুষ রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে বসবাস করেন। দীর্ঘদিনের এ ঐতিহ্য রক্ষায় বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দকে সোচ্চার হতে হবে। ক্ষমতার পালাবদলে রাজনৈতিক নিপীড়ন নতুন কোন ঘটনা নয়। তাই অতীতের সকল রাজনৈতিক মতপার্থক্য ভূলে গিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এলাকাভিত্তিক সকলকে কাজ করতে হবে। ছাত্র-জনতার আন্দোলনের ফসল বর্তমান বাংলাদেশের এ অর্জনকে ম্লান করতে একটি পক্ষ সক্রিয় রয়েছে। তাদের এ চক্রান্ত রুখে দাড়াঁতে লালাবাজার এলাকার রাজনীতিবিদসহ সকল মহলকে সচেতন থাকতে হবে।
তিনি এলাকার বৃহত্তর স্বার্থে রাজনৈতিক মতপার্থক্য ভূলে গিয়ে শান্তি,শৃঙ্খলা বজায় রাখার আহবান জানান।