আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে অগ্রণী ভূমিকা রাখবে স্বেচ্ছাসেবক দল’

সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৫, ৬:০৯ অপরাহ্ণবাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি অংশ হিসেবে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিভিন্ন কমূর্সচি পালিত হয়।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টায় শহীদ শামসুদ্দিন মেডিকেল প্রাঙ্গনে ফলজ ও ঔষধি গাছ রোপন পরবর্তীতে মেডিকেলের আশপাশ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পরে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে দলের পক্ষ থেকে উক্ত মেডিকেল এলাকায় ডাস্টবিন স্থাপন করেন নেতাকর্মীরা। দুপুর ১২টা সময় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে আম্বরখানা পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব আফছর খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর, মহানগর বিএনপি’র কোষাধক্ষ ্য
এনামুল কুদ্দুস চৌধুরী। উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহেদ তালুকদার মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হাসিম জাকারিয়া, সৈয়দ আমীর আলী, সায়েদ হোসেন সুজন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, উসমান হারুণ পনির, আজিজ খান সজিব, সদস্য তছির আলী, মিসবাহ আহমদ জেহিন, জাকারিয়া মোঃ সালাউদ্দিন সাকের, আবির হাসান মুহিন, দুলাল আহমদ, বিমল দেবনাথ, রায়হান উদ্দিন রাজু, ইকবাল হোসেন, মোঃ সামাদ হোসেন, ইবনে জাহান তানভীর, গোলাম মোস্তফা, সোহেল আহমদ, শামীম আহমদ চৌধুরী, হুসেন খান ইমাদ, সাফওয়ান আলম কোরেশী, সোবহান আজাদ, মোঃ সালাউদ্দিন, কাওছার হুসেন রকি, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান দিপু, সদস্য সচিব আমজাদ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল মিয়া, দক্ষিণ সুরমা থানার আহবায়ক হোসেন আহমদ রুহুল, সদস্য সচিব-মুন্না ঘোষ, সিনিয়র যুগ্ম আহবায়ক তোফায়েল আহমদ তুহিন, শাহপরাণ থানার আহবায়ক নুরুল হক মাছুম, সদস্য সচিব সোলেমান খা, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সালাম আজাদ, বিমান বন্দর থানার সদস্য সচিব এস এম সাগর হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক সৈকত ফাহাদ চৌধুরী তুষার, জালালাবাদ থানার আহবায়ক শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক ফজল রানা, মোগলাবাজার থানার আহবায়ক হুসেন তালুকদার, সদস্য সচিব ছয়েফ আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক রিমন আহমদ প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে ভিপি মাহবুব বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা রাখবে। বিএনপি সবসময় নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে রেখে নেতাকর্মীরা মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। তবে শুধু ভোট নয়, যে কোনো প্রতিকূল পরিস্থিতিও মোকাবিলা করার জন্য নেতাকর্মীরা যাতে সাংগঠনিকভাবে প্রস্তুত থাকেন- সেটাকে উপর নির্ভর করে কাজ করে যেতে হবে।