গণঅভ্যুত্থান ঘিরে মানুষের যে আকাঙ্খা তা বাস্তবায়নে কাজ করছে বিএনপি-খন্দকার মুক্তাদির

সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৫, ১১:৫৫ অপরাহ্ণবিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নির্বাচিত শাসন ও গণতন্ত্র ছাড়া দেশের মানূষের অধিকার প্রতিষ্ঠা বা তাদের সমস্যার সমাধান সম্ভব নয়। বিগত ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনসহ জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অবদান রয়েছে। গণঅভ্যুত্থান ঘিরে মানুষের যে আকাঙ্খা তা বাস্তবায়নে কাজ করছে বিএনপি।
তিনি বলেন. ৫ আগস্ট আমাদের আংশিক বিজয় অর্জন হয়েছে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে। এখন পরিপূর্ণ বিজয়ের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপি কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের দল। সর্বশ্রেণীর মানুষের আকাঙ্খা ধারণ করে রাজনীতি করে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের স্বপ্নপূরর্ণে কাজ করে যাচ্ছে বিএনপি।
৩৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মঙ্গলবার (১৯ আগস্ট) ইসলামাবাদে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শাহপরান থানা বিএনপির আহ্বায়ক আব্দুল মুনিমের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রাইহান উদ্দিন মুন্না, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিনহাজ পাঠান, ৩৩ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য চান মিয়া, সিরাজ মিয়া, আব্দুল হাই জুনেল, খায়রুল ইসলাম, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গৌছ উদ্দিন পাখি মেম্বার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল কবির সোহেল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী সানী, যুগ্ম সম্পাদক রুবেল আহমদ, এমসি কলেজের সদ্য সাবেক সদস্য সচিব মুহাইমুনল হক তপু, শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহবায়ক মাসুম আহমদ চৌধুরী, থানার সদস্য দেলওয়ার হোসেন, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য জাকারিয়া হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা দেলওয়ার হোসেন এনাম, মো. আব্দুল হক জাবেদ, ছাত্রদলের নেতা তাওহীদুর রহমান ইমন প্রমুখ।