সিলেটপোস্ট ডেস্ক::মিফতাহ সিদ্দিকী-কে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল।
বৃহস্পতিবার (২৭ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার বিরোধী আন্দোলন অসামান্য অবদান রেখেছেন মিফতাহ সিদ্দিকী। তিনি সততা, নিষ্ঠা ও দলের প্রতি গভীর ভালোবাসা, দৃঢ় মনোবল এবং অসাধারণ নেতৃত্বের অধিকারী। চলমান আন্দোলনকে বেগবান করে আগামী দিনগুলোতেও স্বমহিমায় উদ্ভাসিত থাকবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করি। পাশাপাশি মিফতাহ সিদ্দিকী-কে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।