সিলেটপোস্টরিপোর্ট:সিলেট শহরতলীর কুমারগাঁও এলাকায় শিশু রাজন হত্যাকারিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে জালালাবাদ থানার সামনে বিক্ষোভ করেছেন নিহত রাজনের এলাকাবাসি। বৃহস্পতিবার সকাল ১০ টায় বাদে আলীবাইয়ারপাড়া গ্রামবাসী এই দাবীতে বিক্ষোভ মিছিল বের করে।মিছিলটি তেমুখী পয়েন্টে থেকে শুরু করে জালালাবাদ থানার সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। এসময় বিক্ষুব্ধ জনতা অবিলম্বে রাজনের খুনীদের গ্রেফতারের এবং আইনের আওতায় আনে ফাঁসির দাবী জানান । পরে নিহতের পিতা বাদে আলী বাইয়ারপাড়া গ্রামের শেখ মো: আজিজুর রহমান ৩ জনের নাম উল্লখ্য করে আরও ৫/৬ জনকে অজ্ঞাত করে জালালাবাদ থানায় একটি লিখিত অভিযোগ করেন।এসময় উপস্থিত ছিলেন শেখ মো: আলম, শাহীন আহমদ, শেখ মো: শফিকুল ইসলাম শেখ মো: সৈয়দ, হাসান, শেখ আমিন ,আব্দুল মালিক, আব্দল জব্বার, জুনেদ আহমদ, রফি মিয়া আব্দুল মালিক, আব্দুল সোবাহান, কাইযুম আহমদ রাসেল আহমদ, জুনেদ, শফি আহমদ, কুতুব মিয়া, বাচ্চু মিয়া, শেখ আরমান খান, শিপলু আহমদ, নজরুল ইসলাম, আবুল কালাম, গৌছ উদ্দিন, সালাম মিয়া হাজী সাজ্জাদ মিয়া, মালিক মিয়া, দুদু মিয়াসহ প্রায় শতাধিক মানুষ।উল্লেখ্য, বুধবার দুপুরে শেখ মো. সামিউল আলম রাজনকে খুন করা হয়। দুপুর ১ টার দিকে পর মাইক্রোবাসযোগে তার লাশ ফেলে পালানোর সময় জনতা একজনকে গাড়ীসহ এক জনকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটককৃত ব্যক্তির নাম মুহিত আলম (৩০)। সে জালালাবাদ থানার শেখপাড়া গ্রামের মৃত আব্দুল মানিকের পুত্র। সে স্থানীয় কুমারগাও তেমুখী পয়েন্টে মা ইঞ্জিনিয়ারিংয়ের মালিক বলে জানা গেছে। গাড়ির নাম্বার ঢাকা মেট্টো-চ-৫৪-০৫১৬।
শিশু রাজনের খুনীদের গ্রেফতারের দাবীতে জালালাবাদ থানার সামনে বিক্ষোভ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ৯, ২০১৫ | ৪:৫৭ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »