ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতি, পাকিস্তানের উপরে বাংলাদেশ

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০১৫, ৮:৩৭ অপরাহ্ণস্পোটর্স ডেস্ক : আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি ঘটেছে বাংলাদেশের। পাকিস্তানকে পিছনে ফেলে বৃহস্পতিবার ওডিআই র্যাঙ্কিংয়ের অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।
মাত্র কিছুদিন আগে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ‘বাংলা ধোলাই’ করেছে বাংলাদেশ। সেই সুবাদে র্যাঙ্কিংয়ের লড়াইয়ে পাকিস্তানকে পিছনে ফেলেছে বাংলাদেশ। দুই দলের রেটিং পয়েন্টের ব্যবধান ১। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৮৮, পাকিস্তানের ৮৭।
র্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজেরও রেটিং পয়েন্ট ৮৮। তবে পয়েন্টের হিসেব-নিকেশের মারপ্যাঁচে আপাতত বাংলাদেশের উপরে অবস্থান করছে ক্যারিবীয়রা।
র্যাঙ্কিংয়ের এই উন্নতির কারণে ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বাংলাদেশের। চলতি বছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র্যাঙ্কিংয়ে অষ্টমস্থানটি ধরে রাখতে পারলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ।