নিশা ও শারম্যান এখন ঢাকায়

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ মে ২০১৫, ১২:৫৩ পূর্বাহ্ণনিজস্ব প্রতিবেদক : মার্কিন পররাষ্ট্র দফতরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান এবং মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ঢাকা পৌঁছেছেন। বৃহস্পতিবার বিকেলে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়। বিমান বন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্র সচিব শহীদুল হক। ঢাকাস্থ মার্কিন দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্ব সংলাপে অংশ নিতে তাদের ঢাকা সফরের উদ্দেশ্য। বৃহস্পতিবার ঢাকায় শুরু হওয়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যকার চতুর্থ অংশীদারিত্ব সংলাপের দ্বিতীয় দিনে প্লানারি সেশনে অংশ নেবেন তারা।
বৃহস্পতিবার সকাল থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় প্রোগ্রামিং কমিটির বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সংলাপ শুরু হয়।