নিজস্ব প্রতিবেদক : শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সিলেট নগরীতে শান্তি শোভাযাত্রা করেছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। শনিবার বিকেলে নগরীতে শান্তি শোভাযাত্রার মাধ্যমে দু’দিনব্যপী অনুষ্ঠান কর্মসূচি শুরু হয়। সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে নগরীর ক্বীন ব্রীজের নীচ থেকে শুরু হওয়া শান্তি শোভাযাত্রাটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্তি হয়।
সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি সাধন কুমার চাকমার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংঘানন্দ থের। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা রামেন্দ্র বড়–য়া, অরুন দাশ গুপ্ত, অড়–নালোক বড়–য়া, সহ সভাপতি জ্যোতিমিত্র বড়–য়া মিটুল, নিশুতোষ বড়–য়া, সাধারন সম্পাদক এ্যাডভোকেট সাজু বড়–য়া, অরুন বিকাশ চাকমা, শান্তি বিকাশ চাকমা, ডা. সুবল জ্যোতি বড়–য়া, সুনীল বিকাশ চাকমা প্রমুখ।
সমাবেশে নেপালে প্রাকৃতিক দুর্যোগে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়। রোববার সকাল ৮টায় ধর্মীয় এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হবে দ্বিতীয় দিনের অনুষ্ঠান কর্মসূচি। অনুষ্ঠানের মধ্যে সকাল ১০টায় বুদ্ধ পূজা উৎসর্গ, অষ্ট পরিক্ষার দান, বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা ও ধর্ম দেশনা, ১১টায় ভিক্ষু সংঘের পিন্ডদান। বেলা ১২টায় মধ্যাহ্ন ভোজ, দুপুর ২টায় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব অধ্যাপক সুমেধানন্দ থের।
বিকালে সিলেটে কর্মরত বৌদ্ধ বিসিএস কর্মকর্তাবৃন্দ ও পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হবে। সন্ধ্যা ৭টায় প্রদীপ পূজা ও সমবেত প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে।