জৈন্তাপুর সংবাদদাতা : সিলেটের জৈন্তাপুরে নিখোঁজের ২৪ দিনে সন্ধান পাওয়া মিলেনি কিশোরী রাশমিন আক্তারের। গত ১৩ এপ্রিল চাচাতো ভাইদের বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়।
জানা গেছে, জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের গর্দ্দনা গ্রামের নুরুল হকের কিশোরী কন্যা রাশমিন আক্তার (১৪) গত ১৩ এপ্রিল চাচাতো ভাই আয়াত উল্লাহ ও হাফিজ উল্লাহ বাড়িতে বেড়াতে যায। সেখানে যাওয়ার পর রাত অবধি বাড়িতে না ফেরায় মা বাবা ছুটে যান আত্মীয়দের বাড়ীতে। সেখানে গিয়ে মেয়ে রাজমিনকে খুঁজে পাননি তারা। পরে তিনি অন্যান্য সকল নিকট আত্মীয়দের বাড়ীতে খোঁজ করেও রাশমিনের সন্ধান মিলেনি। এ ব্যাপারে রাশমিনের মা গত ১৯ এপ্রিল জৈন্তাপুর মডেল থানায় একটি সাধারন ডায়রি করেন (নং-৬৯০)।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ওসি গোলক চন্দ্র বসাক বলেন, রাশমিনের মায়ের লিখিত আবেদন প্রেক্ষিতে সাধারণ ডায়রি করা হয়েছে। মেয়েটির সন্ধানের লক্ষে জৈন্তাপুর মডেল থানার তার বার্তা নং-৭৪ এর মাধ্যমে দেশের সকল থানায়, পুলিশ ফাঁড়ি, বিমানবন্দর ও স্থলবন্দরে বার্তা পাঠানো হয়েছে।