প্রেস বিজ্ঞপ্তি : স্কুলের ভবন সংকট, জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন দাবিতে দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। রোববার সকালে স্কুলের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, হালকা বৃষ্টিপাত হলেই বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে স্কুল মাঠে ও ক্লাশরুমে পানি ঢুকে যায়। তাই শিক্ষার্থীরা ঠিকমত ক্লাশ করতে পারছেন না। এবং অস্বৈছিক পরিবেশের কারণে কেঁচো ও জোঁক ক্লাশ রুমে ঢুকে পরে। বর্তমানে এই বিদ্যালয় ১২০০ শত ছাত্র-ছাত্রী লেখাপড়া করে। প্রায় প্রত্যেক ক্লাশে ১৩০ থেকে ১৫০ জন নিয়মিত ক্লাশ করে। এই বিদ্যালয়ে ভবনের সংকটের কারণে সেকশন খোলা হচ্ছেনা। এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং এলাকাবাসীর দাবি বিদ্যালয় সব সংকট সমাধান করে কলেজে রুপান্তরিত করার। এছাড়া স্কুলের মাঠে পর্যাপ্ত পরিমাণে মাটি ভরাট করে উচু করার দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক এএইচএম ইসরাইল আহমদ, সহকারী প্রধান শিক্ষক সুলতানা জাহান, সিনিয়র শিক্ষক আবদুস সালাম, মো. লুৎফুর রহমান চৌধুরী, সৈয়দ নেসার আহমদ, নজরুল ইসলাম, আবদুল হাই আজাদ বাবলা, অভিভাবক সিরাজুল ইসলাম প্রমুখ।