প্রেস বিজ্ঞপ্তি : ইন্টারন্যাশনাল কানেকটিং ক্লাসরুম প্রোগ্রামের অধিনে যুক্তরাজ্যের কার্ডিফ সিটিতে যাচ্ছেন দক্ষিণ কায়েস্থরাইল উচ্চ বিদ্যালয়কে প্রধান শিক্ষক মো: মোয়াজ্জেম হোসেন। এ উপলক্ষে শনিবার তাকে সংবর্ধনা প্রধান করা হয়। বিদ্যালয়ের সাবেক ছাত্র হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে ও আবদুল আহাদ হেলালের পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-৩ এ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ, দৈনিক প্রভাতবেলার সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কবির আহমদ সোহেল।
অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল আহাদ, সদস্য নিজাম উদ্দিন, জুহেল আহমদ, আবদুল মুক্তাদির আনছারী, কবির আহমদ, কলেজ বাস্তবায়ন কমিটির সহ সভাপতি রেজাউল হক আহমদ, আফজল আহমদ, সহকারি প্রধান শিক্ষক ফারুক আহমদ, সহকারি শিক্ষক হাফিজ আবদুল কাহির, আবদুল আজিজ, মহিউদ্দিন আহমদ, আবুল কালাম আজাদ, আরফিনা খানম, মোস্তাফিজুর রহমান প্রমুখ।