প্রেস বিজ্ঞপ্তি : দক্ষিণ সুরমা উপজেলার ২নং বরইকান্দি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এলজিএসপি ও সামাজিক জবাবদিহিতা টুল্স বিষয়ক নাগরিক কমিটির ২দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব সেলিমুর রহমান সেলিম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত সেক্রেটারি মো. বাহার উদ্দিন। কর্মশালার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন আইডিয়া সেবা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী তৌফিক বিন ইকবাল, টেকনিক্যাল অফিসার জবা পুরকায়স্থ, প্রজেক্ট ফেসিলিটেটর মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। উক্ত প্রশিক্ষণে ইউনিয়ন নাগরিক কমিটির সদস্যগণ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, প্রশিক্ষণে এলজিএসপি সম্পৃক্ত বিভিন্ন কার্যক্রমে ইউনিয়ন পরিষদ এবং জনসম্পৃক্ততার বিষয়টি আলোকপাত করা হয়। এর পাশাপাশি সামাজিক জবাবদিহিতার বিভিন্ন টুল্স বিষয়ে হাতে কলমে ধারাণা দেয়া হয়। আইডিয়া সেবা প্রকল্পটি ২০১৪ সালের ডিসেম্বর থেকে ইউনিয়ন পরিষদের বাজেট কার্যক্রমে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সামাজিক জবাবদিহিতা নিশ্চিতে সহায়তার লক্ষ্যে দক্ষিণ সুরমা উপজেলার ৯টি ইউনিয়নে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।