প্রেস বিজ্ঞপ্তি : নিরাপত্তা আমাদের অধিকার, বাস্তবায়নে চাই অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে নিরাপদে সড়ক পারাপার ও পথ চলার অঙ্গিকার করেছে সাড়ে ১১০ শিক্ষার্থী। ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি ও অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ ইউনিটে আয়োজনে মঙ্গলবার দুপুর ১২ টায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কায়েস্থরাইল উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে সড়ক নিরাপত্তা বিষয়ক কুইজ প্রতিযোগিতায় তারা এ অঙ্গিকার করে।
স্কুলের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনীর মোট ১১০ জন ছাত্রী এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করে। এছাড়া বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনের পাশাপাশি শিক্ষার্থীরা সড়ক নিরাপত্তা বিষয়ক ডকুমেন্টারী ফিল্ম প্রদর্শনী ও মহড়ার মাধ্যমে নিরাপদে পথ চলা ও রাস্তা পারাপারের বিভিন্ন কলাকৌশল রপ্ত করে। স্কুলের ছাত্রছাত্রীরা এই প্রদর্শনী থেকে সড়ক নিরাপত্তা বিষয়ে জ্ঞান লাভ করে।
স্কুলের প্রধান শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয়ক মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাকের প্রমোটিং সেইফ রোড কোড প্রজেক্টের সিলেট বিভাগীয় কর্মকর্তা পারভেজ কৈরী। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্র্যাকের রাফিন মাহমুদ, মোঃ জামাল উদ্দিন ও স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ী ১ম- জিয়াসমিন হোসেন সিরিয়া (১০ম শ্রেনী), ২য়- অমর ফারুক (১০ম শ্রেণী) ও ৩য়-ইউসুফ আলী (১০ম শ্রেণী)সহ মোট ১০ জন ছাত্র-ছাত্রীকে পুরষ্কার প্রদান করেন। এই অনুষ্ঠানের মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীরা সড়ক নিরাপত্তা বিষয়ক মহড়া করে নিরাপদে পথ চলার শপথ গ্রহন করে। সংশ্লিষ্ঠ প্রকল্পের সিলেট বিভাগীয় কর্মকর্তা পারভেজ কৈরী জানান, ব্র্যাকের এই কর্মসুচী বাংলাদেশের ১১ টি জেলার ২১ টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে ।