নিজস্ব প্রতিবেদক : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এ দুইদিন ব্যাপি “প্রকল্প চক্র এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য অনুষদের কনফারেন্স কক্ষে প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম।
কৃষি অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহ্ জাহান মজুমদারের সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. কবির হোসাইন।
প্রশিক্ষনের কোর্স ডিরেক্টর ছিলেন মো. মোস্তাফিজুর রহমান।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন-“গবেষণা ছাড়া কোন উন্নয়ন সম্ভব নয়। সঠিক গবেষণার মাধ্যমে দেশের উন্নয়নে যথাযথ ভূমিকা রাখতে হবে। অর্থনৈতিক ব্যবস্থাপনাই পারে দেশের অর্থনৈতিক ঘাটতি পূরণ করতে।”
দুই দিনব্যাপি প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য অনুষদের শিক্ষার্থীরা অংশগ্রহন করছে।