সিলেটপোস্ট রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘বিএনপিই হলো প্রকৃত জাতীয়তাবাদী শক্তি। আওয়ামী লীগ জাতীয়তাবাদ চুরি করেছে।’ তিনি বলেন, যতদিন বেঁচে থাকবো ন্যায়ের পক্ষে কাজ করবো কথা বলবো। তিনি বলেন, যারা বিদেশে টাকা পাচার করে, ব্যাংক লুট করে, খুন, গুম করে তারা আবার জাতীয়তাবাদী শক্তি হয় কেমন করে।পুলিশ প্রশাসনের প্রতি উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসন বলেন, বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না। কেউ অপরাধ করে থাকলে তাকে শাস্তি দিন।সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার সামান্য কিছু পুলিশ ও র্যাবের ওপর ভর করে টিকে আছে।এর আগে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মুক্তিযোদ্ধা দলের পক্ষে সভাপতি ইশতিয়াখ আজিজ ও সাধারণ সম্পাদক শফিউজ্জামান খোকনের নেতৃত্বে ৫০/৬০ জন মুক্তিযোদ্ধা এতে যোগ দিয়েছেন।
মঙ্গলবার রাত ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা শুরু হয়। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘দেশের ক্রান্তিলগ্নে রনাঙ্গনের মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে।