সংবাদ শিরোনাম
গোলাপগঞ্জে টাকা না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা: ব্যাংকের গেইটে তালা  » «   কয়ছর এম আহমেদকে কারণ দর্শানোর শোকজ নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি  » «   মৃত্যুর ৪ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে সিলেট গ্যাস ফিল্ড কর্মকর্তার লাশ উত্তোলন  » «   গুজব ও অপপ্রচারের যথাযথ মোকাবিলা করতে হবে: আরিফুল হক  » «   ভাত  দেয়, কাজ দেয়,পাথর কোয়ারী খোলে দেয় স্লোগানে দিয়ে মানববন্ধন  » «   সিকৃবিতে ব্যানার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া  » «   এবার বাংলাদেশ ছাত্রলীগের বিবৃতি প্রকাশও এখন নিষিদ্ধ  » «   ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়  » «   লন্ডন প্রবাসী আলি নুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  » «   হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ  » «   ফটো সাংবাদিক আজমলের মাতার মৃত্যুতে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের শোক  » «   কুলাউড়ায় সাবেক সচিবের বাগান বাড়ি থেকে লাশ উদ্ধার  » «   জনগনের সরকার প্রতিষ্টা হওয়ার পূর্ব পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে : জিকে গাউছ  » «   সাবেক মন্ত্রী ইমরান আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ  » «   কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান কালা মিয়া গ্রেফতার  » «  

প্রাণনাশের হুমকি পাওয়ার দাবি হ্যাপির

happyসিলেটপোস্ট বিনোদন রিপোর্ট:নাজনীন আক্তার হ্যাপিচিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা নিয়ে প্রাণনাশের হুমকি পাওয়ার দাবি করেছেন। হ্যাপির দায়ের করা অভিযোগ থেকে রুবেলকে অব্যাহতির সুপারিশ দেয়া পুলিশের চূড়ান্ত প্রতিবেদনের ওপর আগামী ১৭ মে শুনানির দিন ধার্য করেন ঢাকার ৫ নাম্বার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিনা ইসলাম। হ্যাপির অভিযোগ, শুনানিকে ঘিরেই ফোনে কটূক্তি করা, প্রলোভন দেখানো এমনকি হুমকিও দেয়া হচ্ছে।এ প্রসঙ্গে হ্যাপি বলেন, ‘শুনানির দিন যতই ঘনিয়ে আসছে, কারা যেন রাত-বিরাতে ফোন করে আমাকে নানা আজেবাজে কথা বলছে। মামলার কার্যক্রম তুলে নিতে আমাকে নানা রকম প্রলোভনও দেখাচ্ছে। কিন্তু আমি কোনো হুমকির পরোয়া করছি না। আমি কোনোভাবেই অন্যায়কে প্রশ্রয় দিতে রাজি নই।’ এর আগে এক সাক্ষাৎকারে হ্যাপি রুবেলের বিরুদ্ধে দায়ের করা মামলাটি নিজেই পরিচালনা করতে চান না বলে জানিয়েছিলেন। হ্যাপি এখন বলছেন, ‘তখন আমি আবেগের বশে সিদ্ধান্ত নিয়েছিলাম মামলাটি আর পরিচালনা করব না। কিন্তু তারপরও আমাকে সে দেখে নেবে বলে হুমকি দিয়েছে। আমার ওপর যে অন্যায় রুবেল করেছে তার সমুচিত শাস্তি হওয়া উচিত। আমি হাল ছাড়িনি। আমি রুবেলের বিরুদ্ধে মামলার কার্যক্রম আবারো চালু করব।’ হ্যাপি জানালেন, তার আইনজীবী তুহিন হাওলাদের সঙ্গে কথা বলে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ইতোমধ্যে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণও জোগাড় করেছেন তিনি। রুবেলের বিরুদ্ধে হ্যাপির অভিযোগ, ‘মামলার কার্যক্রম চলাকালে স্কাইপিতে রুবেল আমাকে তা বন্ধ করতে বলে। আমি এতে সায় না দিলে রুবেল আমাকে দেখে নেবে বলে হুমকি দেয়। আমি নিশ্চিত, রুবেল আমাকে মেরে ফেলতে দুজন খুনি ভাড়া করেছে, তারা আমাকে প্রতিনিয়ত ফলো করছে। আমি জানি, মামলার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমার খুব বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে। কিন্তু আমি হার মানার পাত্রী নই।’ এদিকে দীর্ঘবিরতির পর চলচ্চিত্রাঙ্গনে ফিরছেন হ্যাপি। কাশেম ম-ল পরিচালিত তার নতুন একটি ছবির শুটিং শুরু করার কথা রয়েছে। এছাড়া বেশকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন হ্যাপি। তবে মামলা শুনানির কারণে চলচ্চিত্রবিষয়ক সব কার্যক্রম বন্ধ রেখেছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.