সিলেটপোস্ট ডেস্ক : জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় রাজধানীর পল্লবী থানার কালশীতে এক যুবক খুন হয়েছেন। ধারলো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত দুইজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। পল্লবীর থানার ওসি সৈয়দ জিয়াউজ্জামান এ ঘটনা নিশ্চিত করে বলেন, ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে তিনজন আহত হলে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওযা হয়। এর মধ্যে দুপুর ১২টার দিকে চঞ্চল নামে একজন মারা যান।
আহতদের মধ্যে একজনের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয় যায় বলে তিনি জানান।