সিলেটপোস্ট ডেস্ক : রাঙ্গামাটির সাজেকে অজ্ঞাত রোগে অন্তত ৮ উপজাতির মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় রয়েছেন আরও ২০/২৫ জন।
বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার ভোররাতের মধ্যে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এতগুলো প্রাণহানীর ঘটনায় পাহাড়ি সম্প্রদায়ের লোকাজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিহতরা হলেন ভাতরাই ত্রিপুরা (৩৫), বদরাত্রী ত্রিপুরা (৪৫), ভীরবাবু ত্রিপুরা (৫০), লক্ষী ত্রিপুরা (৩০) ও দিবরা ত্রিপুরা (২৮), বিদ্যামোহন ত্রিপুরা (৮৫) কুসুমতি ত্রিপুরা (৫২) ও আলো ত্রিপুরা(২৭)।
বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা ও শিয়ালদাহ এলাকার হেডম্যান জিপ্পুতাং ত্রিপুরা গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
বিষয়টি তারা উর্ধতন কর্তৃক্ষকে জানিয়েছেন বলেও জানিয়েছেন।
তারা জানান, মৌসুমী বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই গত বুধবার সারাদিনই সাজেকের দুর্গম শিয়ালদাহ ও চাইল্যাতলী এলাকায় বসবাসরত পাহাড়ি সম্প্রদায়ের বেশ কয়েকজন বাসিন্দা ডায়রিয়ার মতো রোগে আক্রান্ত হয়।
এই ঘটনায় সারাদিনে অন্তত ৮ জন নিহত হওয়ার পাশাপাশি প্রায় ২০/২৫ জন এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় রয়েছে বলে নিশ্চিত করেছেন এলাকাবাসী শোয়েব ত্রিপুরা ও জেলী লুসাই।
তাৎক্ষণিকভাবে ১ হাজার খাবার স্যালাইন বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে সাজেক ইউপি চেয়ারম্যান আতুলাল চাকমা। তিনি খাবার স্যালাইন বিতরণের বিষয়টি নিশ্চিত করেছেন।