সিলেটপোস্ট ডেস্ক ॥ কিছুদিন আগেই স্পেনের এক সংবাদপত্রে খোলামেলা সাক্ষাৎকার দিয়েছিলেন লিওনেল মেসি৷ বার্সিলোনার ড্রেসিংরুম ও তাঁর ব্যাক্তিগত জীবন নিয়ে নানা জানা-আজানা কথা উঠে এসেছিল সেই সাক্ষাৎকারে৷ মেসি জানিয়েছিলেন, ফুটবলের বাইরে তাঁর বেশিরভাগ সময়টাই কাটে ছেলে থিয়াগোর পিছনে৷ ছেলেকে মাঝেমধ্যে ঘুমও পাড়াতে হয়৷ বাড়িয়ে বলেননি লিও৷ ফুটবলের বাইরে তাঁর জীবনে ছেলে থিয়াগোই সব৷ ছেলেকে স্কুলে পর্যন্ত পৌঁছে দেন তিনি৷ গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ছাড়পত্র পেয়েছে বার্সা৷ বায়ার্নকে সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে ৫-৩ হারিয়ে৷ সেমিফাইনালের দ্বিতীয় লেগের পরদিনই মেসিকে দেখা গেল বার্সিলোনার এক নার্সারি স্কুলের সামনে৷ ছেলেকে বাড়ি আনতে গিয়েছিলেন৷ আর্জেন্টিনার অধিনায়কের সঙ্গে ছিলেন আরেক বার্সা তারকা লুই সুয়ারেজ৷ সুয়ারেজ গিয়েছিলেন তাঁর ছেলে বেঞ্জামিনকে আনতে৷ বোঝা যাচ্ছে মাঠের পাশাপাশি মাঠের বাইরেও মেসি-নেইমার-সুয়ারেজের জুটিটা দারুণ জমেছে৷
ছেলের জন্য স্কুলে মেসি, সুয়ারেজ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ১৫, ২০১৫ | ৬:০৪ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »