কাঠগড়া থেকে ফিরেই গায়ক সালমান!

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০১৫, ১০:৫৮ পূর্বাহ্ণসিলেটপোস্ট বিনোদন ডেস্ক ॥ মাত্রই জজ সাহেবের কাঠগড়া থেকে ফিরেছেন। অমনি যেন রেকর্ডিং স্টুডিওতে ঢুকতে চলেছেন সালমান খান। হ্যাঁ, আবার চমকে দিতে চলেছেন তিনি।
‘কিক’র পর ‘হিরো’ ছবিতে গান গাইতে চলেছেন দাবাং খান। প্রথম ছবিতে একটি গেয়েছিলেন। আর দ্বিতীয় ছবি বলেই কি-না এবার তিনি গলা মেলাবেন দুটি গানে।
‘হিরো’ ছবিতে সালমানের গাওয়া ‘মে হু হিরো তেরা’ গানটির সংগীত পরিচালক অমল মালিক। তবে অপর গানটির শিরোনাম এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, গানটি পরিচালনা করছেন হিমেশ রেশমিয়া।
অমল মালিকের বললেন, ”মে হু হিরো তেরা’এই গানটি আলাদা করতে চেয়েছি। এ জন্য নাচ সম্পৃক্ত শব্দগুলো এড়িয়ে চলেছি। যেন এতে সালমানের কণ্ঠ প্রাধান্য পায়।”
নিখিল আদবানি পরিচালিত ‘হিরো’ ছবিতে আছেন আদিত্য পাঞ্চলির ছেলে সুরাজ ও নায়িকা চরিত্রে থাকছেন সুনীল শেঠির মেয়ে আতিয়া। ছবিটি আগামী ৩ জুলাই মুক্তি পাবে।