সিলেটপোস্টরিপোর্ট:শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও তার পরিবারের সদস্যদের মোবাইল ফোনে হত্যার হুমকির প্রতিবাদে যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাবেলের সহযোগিতায় গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গোলাপগঞ্জ পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোলাপগঞ্জ বাজার চৌমুহনীতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।থানা যুবলীগ নেতা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও যুবলীগ নেতা এনায়েত করিম খোকন এর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগ নেতা শাহীন আহমদ, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন ইরান, থানা যুবলীগ নেতা হোসেন আহমদ খোকা, জেলা প্রজন্মলীগের যুগ্ম সম্পাদক নাজিম আহমদ, যুবলীগ নেতা সুলেমান আহমদ, আফতাব হোসেন, আসাদ আহমদ, মখদ্দুস আলম, তুরন আহমদ, শাহেদ আহমদ রব, জাকারিয়া হোসেন, কামরান হোসেন, বাবলু আহমদ, দেলওয়ার হোসেন, সালাউদ্দিন সোহাগ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাকির হোসেন, রাবু মিয়া, পৌর ছাত্রলীগ নেতা তারেক আহমদ, সেলিম আহমদ, টিপু আহমদ, যুবলীগ নেতা নজরুল ইসলাম মজই, বাহার আহমদ, আব্দুল হাকিম, বাসিত আহমদ, রাসেল আহমদ, রাসেল আহমদ-২, ইমন আহমদ, কালাম আহমদ, উবায়দুল আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সফল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ-কে স্ব-পরিবারকে মোবাইল ফোনে হুমকি দাতাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নতুবা আমরা গোলাপগঞ্জ আওয়ামীলীগ, যুুবলীগ, ছাত্রলীগ, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাবেল এর নেতৃত্বে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।