শাবি প্রতিনিধি:নারী ও শিশুর যৌন নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।‘শাবিপ্রবির সাধারন ছাত্র-ছাত্রীবৃন্দ’ এই ব্যানারে
মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।জানা যায়, আজ দুপুর ১২টায় কেন্দ্রীয় গ্রন্হাগার ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে প্রথম ছাত্রী হল এবং বেগম সিরাজুন্নেসা হলের ছাত্রীদের পাশাপাশি ছাত্ররাও অংশ নেয়। মানববন্ধন শেষে মুক্তমঞ্চে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রেকসুনা খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, প্রথম ছাত্রী হলের প্রভোষ্ট মাহরুবা শারমিন চৌধুরী এবং গণিত বিভাগের শিক্ষার্থী জান্নাতুল আফরোজ।সমাবেশে বক্তারা বলেন, এমন আন্দোলন করতে হবে যাতে এধরনের ঘটনার বিচার করতে সরকার বাধ্য হয়। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। সবাই স্বোচচার হলে সরকার অবশ্যই বাধ্য হবে নিপীড়কদের বিচার করতে।