সিলেটপোস্টরিপোর্ট: ভারতের বিপক্ষে একটি টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচের জন্য রোববার ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পেয়েছেন বিশ্বকাপে ইনজুরিতে পড়া এনামুল হক বিজয়। দলে ফিরেছেন শফিউল ইসলামও।
এছাড়া ২৩ সদস্যের ওই দলে আছেন জুবায়ের হোসেন লিখন, মাত্র টি-২০তে অভিষেক হওয়া তরুণ পেসার মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশের ২৩ সদস্যের প্রাথমিক দল হলেন, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, শুভাগত হোম, লিটন কুমার দাস, নাসির হোসেন, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, আরাফাত সানি, জুবায়ের হোসেন লিখন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবুল হাসান, মোহাম্মদ শহিদ, শফিউল ইসলাম ও রনি তালুকদার।